Swasthya Sathi Hospital Work Training | New Portal WebTMS | Swasthya Sathi Mobile App Using |

 Swasthya Sathi Hospital Work Training | New Portal WebTMS | Swasthya Sathi Mobile App Using | Part 4 | Photo Captureing |



বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আবার একটি নতুন স্বাস্থ্য সাথী পোস্টে , এর আগে তিনটি ব্লক পোস্টে আমি তোমাদের সবাইকে শিখিয়েছিলাম কিভাবে স্বাস্থ্য সাথী কার্ডে রোগী কে রেজিস্ট্রেশন করাতে হয় এবং কার্ড থেকে প্যাকেজ ব্লকিং করে অপারেশনের জন্য পারমিশন নিয়ে কিভাবে পেসেন্টকে ভর্তি করতে হয় ।

তো এখন তো আপনার মনে এই প্রশ্ন আসতে পারে যে ব্লকিং তো করে নিলাম এরপর কি করা হবে ?
অথবা আর একটা প্রশ্ন আসতে পারে ব্লক হল কিন্তু ব্লকিং এর স্লিপ পেলাম না ?

তো সবার প্রথম ব্লকিং স্লিপ এর সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই, যেহেতু নতুন স্বাস্থ্য সাথী পর্টাল চালু হয়েছে তো এখন স্বাস্থ্য সাথী ব্লকিং স্লিপ এর জন্য যতক্ষণ না ISA TPA এপ্রুভ করছে ততক্ষণ আপনি পেসেন্টিকে এডমিশন করাতে পারবেন না ।

আর যখনি ISA TPA APPROVAL দিয়ে দেবে তখন আপনি পেসেন্ট টিকে এডমিশন করার অপশন পেয়ে যাবেন এবং এডমিশন করার পরে একটা স্লিপ বেরোবে সেটাকেই নতুন পোর্টালের হিসেবে ADMISSION CUM-BLOCKING SLIP অথবা BLOCKING স্লিপ বলা হয় ।

এই অ্যাপ্রুভাল পাওয়ার পরে এডমিশন কিভাবে করতে হবে এটা আমি আপনাদেরকে অলরেডি আগের পোস্টে প্র্যাকটিক্যাল এবং থিওরি সহ জানিয়েছি |

এখন তোমাদেরকে জানাই রোগীকে ভর্তি করা বা এডমিশন করার পরে তোমাদেরকে কি করতে হবে ?

যখনই আমাদের এডমিশন করা হয়ে যায় তখন আমাদের কাজ পেশেন্টের অপারেশন করানো | আমি আগে ভিডিওতে তোমাদের কে এই কথাটা বলে দিয়েছি। এখন এই সময়ে আপনাদেরকে একটা কাজ সেরে নিতে হবে সেটা হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাদেরকে পেশেন্টের ছবি তুলে নিতে হবে । 

না হলে দেখবেন ISA TPA থেকে আপনাকে QUERY করবে যে মোবাইল অ্যাপ থেকে ছবি তুলুন । তো ISA TPA থেকে এই QUERY টা না আসে তার জন্য আমাদেরকে মোবাইল ব্যবহার করে স্বাস্থ্য সাথী অ্যাপ থেকে পেশেন্টের ছবি তুলে নেব ।


মোবাইল ফোনের স্বাস্থ্য সাথী এপ্লিকেশনটি ওপেন করে লগইন করে লোকেশন সাবমিট করার পরে যখন আপনি Dashboard আসবেন তখন আপনার সামনে এই রকম পেজ আসবে উপরে দেওয়া ছবিটির মতো।

এখানে আমরা অপারেশন পেশেন্টের জন্য ওটি বলে যে অপশনটা পারছি ওটার মধ্যে ক্লিক করব ।


Ot পেশেন্ট সিলেট করার পরে আপনার সামনে আপনার হাসপাতাল বা নার্সিংহোমে যতগুলো অপারেশনের জন্য পেসেন্ট ভর্তি হয়েছে বা রেজিস্ট্রেশন হয়েছে পোর্টালে সবার নাম এখানে দেখাবে। 


এখন আপনি যে ফ্যাশন টিকে ভর্তি করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেই পেশেন্টের নামটি যখনই সিলেক্ট করবেন আপনার সামনে উপড়ে দেওয়া পেজটির মতো open হয়ে যাবে ।


এরপরে পেজে আপনাকে ইভেন্টের ওপর ক্লিক করে কোন পরিস্থিতির ছবি তুলতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে তাহলে আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে। 

এইভাবে আপনাকে প্রত্যেকটি স্টেপে একটি করে ছবি আপলোড করতে হবে মোবাইল অ্যাপে ।


উপরে দেওয়া ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন, ওই ছবিটিতে দেখুন মোবাইল অ্যাপের মাধ্যমে সবগুলো ছবি তোলা হয়ে গেছে সেই জন্য প্রত্যেকটি ঘরে টিক চিহ্ন দেওয়া আছে । এটি আপনি নতুন পোর্টালে গিয়ে রোগের নাম সিলেট করলেই দেখতে পাবেন ইমেজ ক্যাপচার সেকশনে ।


এবং আপনি যখন ভিউ অপশনে ক্লিক করবেন তো তখন উপরে দেওয়া ছবিটির মতো প্রত্যেকটি স্টেপে আপনি যেমন ছবি তুলেছেন সেই সমস্ত ছবিগুলো দেখতে পাবেন। 

প্রত্যেকটা স্টেপে ছবি তোলার পরে একদম শেষ স্টেপে অর্থাৎ ছুটির পরে আপনাকে একটি ছোট্ট ভিডিও তুলতে হবে এই অ্যাপের মাধ্যমে যেখানে পেশেন্টকে নিজের মুখে বলতে হবে যে আমি এই নার্সিংহোমে অপারেশন হয়েছি এবং আমি খুব ভালো সার্ভিস পেয়েছি।

স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপের মাধ্যমে এই ছবি তোলাটা সম্পূর্ণ ভিডিওর উপরে দেখার জন্য অর্থাৎ প্র্যাকটিক্যাল ভিডিও দেখার লিংক নিচে দেওয়া থাকলো 


আজকের এই পোস্টটি এখানেই শেষ এর পরের পোস্টে তোমাদেরকে দেখাবো কিভাবে পেসেন্টকে ডিসচার্জ করবে বা ছুটি করবে ।

স্বাস্থ্য সাথী হাসপাতালে সমস্ত ট্রেনিং এর প্রাকটিক্যাল ভিডিওগুলি দেখার জন্য ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এবং যে কোন স্বাস্থ্য সাথী আপডেট পাওয়ার জন্য আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন দুটোই লিংক নিচে দেওয়া আছে ।



পরবর্তী পোস্ট খুব শীঘ্রই আপডেট করা হবে অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ফলো করে রাখুন ।

Post a Comment

0 Comments