Swasthya Sathi Hospital Training | New Portal WebTMS | Part 3 | Patient Admission |

 Swasthya Sathi Hospital Training | New Portal WebTMS | Part 3 | Patient Admission | 


স্বাগতম বন্ধুরা তোমাদের সবাইকে স্বাস্থ্য সাথী নতুন পোর্টালের ট্রেনিং এর আরও একটা পোস্টে । আজকের এই পোস্টে আমি তোমাদেরকে দেখাবো অপারেশনের পারমিশন পাওয়ার পরে তোমরা কিভাবে পেসেন্টকে এডমিশন করবে ।


তো বন্ধুরা প্রিয় অথরাইজেশন রিকোয়েস্ট পাঠানোর পর যদি কোন কোয়েরি আসে তাহলে আপনাকে Query এর রিপ্লাই করতে হবে । আর যদি কোন Query না আসে তাহলে সে ক্ষেত্রে আপনি দেখবেন উপরে দেওয়া ছবিটির মতো Approved By ISA এই বক্সের মধ্যে 1  লেখা থাকবে অথবা যতগুলো আপনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যতগুলো রিকোয়েস্ট একসেপ্ট হয়ে যাবে সেটার নাম্বারটা এখানে লেখা থাকবে । এখন আপনাকে এই ঘরটার মধ্যেই ক্লিক করতে হবে ।


ওটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এর পরের পেজে আপনার সামনে যে অপারেশনের জন্য আপনি পারমিশন চেয়েছিলেন সেই পেসেন্টের নাম লেখা শো করবে এবং পাশে আপনি Go To Admission অপশন দেখতে পাবেন উপরে দেওয়া ছবির মত । এখন আপনাকে ওই Go To Admission অপশন এ ক্লিক করে পেসেন্ট টিকে এডমিশন করাতে হবে ।


এর পরের পেজে আপনার সামনে উপরে দেওয়া ছবিটির মধ্যে একটি পেজ আসবে এবং সেখানে যে পেসেন্ট গুলি পারমিশন পেয়ে গেছেন সেগুলোর নাম শো করবে এবং পাশে Admit অপশন পেয়ে যাবেন ওই অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ।


এর পরের পেজে আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে যেমন Ward Type ,Bed No, Doctor Name এই তথ্যগুলি ফিলাপ করে নিচে সাবমিট বাটন পাবেন ওটার মধ্যে ক্লিক করতে হবে ।
( যদি কোনো কারণে ডাক্তারের নাম চেঞ্জ হয় সেক্ষেত্রে ডাক্তারের নাম চেঞ্জ হওয়ার কারণ সিলেট করতে হবে) 


সাবমিট বাটনে ক্লিক করার পরের পেজে আপনি দেখবেন আপনার পেসেন্ট এডমিট সাকসেসফুল হয়ে যাবে । উপরে দেওয়া ছবিটির মত আপনার কাছে সাকসেসফুল মেসেজ শো করবে ।


এবং এই সাকসেসফুল মেসেজ আসার সাথে সাথে আপনি দেখবেন অটোমেটিক ঠিক যেমন রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড হয়ে গেছিল একই রকম ভাবে এই এডমিশন সাকসেসফুল হওয়ার পরে আপনি দেখবেন Admission cum blocking Slip অথবা আরো সহজ ভাষায় যদি বলি তাহলে ব্লকিং স্লিপ টা ডাউনলোড হয়ে যাবে । উপরে দেওয়া ছবিটির মত ।

এখন আপনাকে পেশেন্টের অপারেশন করাতে হবে । অথবা যদি অপারেশন করিয়ে দিয়ে থাকেন তাহলে কোন অসুবিধা নেই এখন আপনাকে এর পরের স্টেপে ডিসচার্জ করার জন্য অপেক্ষা করতে হবে ।

কিন্তু আর একটা কথা মাথায় রাখবেন অপারেশন করানোর আগে এবং এডমিশন করানোর আগে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে পেশেন্টের হসপিটালে এডমিট হওয়ার ছবি অপারেশনের আগের ছবি এবং অপারেশনের পরের ছবি অবশ্যই তুলে আপলোড করে দেবেন ।

স্বাস্থ্য সাথী পেসেন্ট অপারেশন করানো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রইল 



এই মোবাইলে ব্যবহার করে কিভাবে ছবি আপলোড করতে হবে এবং সেটা কোথায় দেখাবে এ বিষয়ে পরবর্তী পড়তে আমি আপনাদেরকে জানাবো। 
আজকে শুধুমাত্র এইটুকু। এটাই প্রাকটিক্যাল ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এবং যে কোন স্বাস্থ্য সাথী আপডেট পাওয়ার জন্য আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন দুটোই লিংক নিচে দেওয়া আছে ।



পরবর্তী পোস্ট খুব শীঘ্রই আপডেট করা হবে অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ফলো করে রাখুন।

Post a Comment

0 Comments