স্বাস্থ্য সাথী হসপিটালে কাজের ট্রেনিং, নতুন প্রসেস নতুন পোর্টাল ওয়েব টি এম এস। এর কাজ শিখুন । পার্ট 5 । রোগী ছুটি করা ।
আগের সমস্ত পোস্টে আমি তোমাদেরকে স্বাস্থ্য সাথী নতুন পোর্টালে ট্রেনিং এর রেজিস্ট্রেশন পাঠ ,প্যাকেজ ব্লক এর পাঠ, অপারেশনের অনুমতি নেওয়ার পাট, রোগী ভর্তি করার পার্ট, স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপের পাঠ সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ।
আজকে এই পোস্টে আমি তোমাদেরকে দেখাবো অপারেশন হয়ে যাবার পরে রোগীকে কিভাবে ছুটি করতে হবে এই সম্পূর্ণ প্রসেসটা আজকে এই পোস্টে তোমাদেরকে দেখাবো ।
সবার প্রথম স্বাস্থ্য সাথী প্রোর্টালে লগইন করার পরে সাইডে মেনু বারে তোমরা Patient Discharge নামে একটি বাটন পেয়ে যাবে ওটার মধ্যে ক্লিক করতে হবে ।
এরপরে আপনার সামনে যতগুলো পেশেন্ট ভর্তি আছে তাদের লিস্ট শো হয়ে যাবে এখন যেই পেশেন্টটি আপনি ছুটি করতে চাইছেন সেটা সাইডে আপনি ডিসচার্জ বাটন পেয়ে যাচ্ছেন ওটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে।
এরপরে আপনার সামনে উপরে দেওয়া ছবিটির মত একটি কনফার্মেশন অপশন আসবে সবকিছু ঠিক থাকলে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন।
এরপরের পেজে আপনার সামনে উপরে দেওয়া ছবিটির মত মোবাইল অথবা আধার ভেরিফিকেশন এর মাধ্যমে আপনাকে ডিসচার্জ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে।
এর পরের পেজে আপনার সামনে উপরে দেওয়া ছবিটির মত একটি পেজ চলে আসবে এখন এই পেজে আপনাকে কিছু ভাইটাল জিনিস এড করতে হবে ।
এই পেজে আপনাকে যেকোনো একটি অপশন ফিল করতে হবে অর্থাৎ Vital Sign details এই একটি অপশন আপনাকে ফিল করতেই হবে বাকিগুলো না করলেও চলবে ।
ভাইটাল সাইন এ আপনাকে অপারেশন হওয়ার পর রোগীর কিছু তথ্য দিতে হবে যেমন ব্লাড প্রেসার, সুগার, অক্সিজেন লেভেল ইত্যাদি উপরে দেওয়া ছবিটির মত ।
এরপরে একটু নিচর দিকে স্ক্রল করলে আপনাদের এখানে কিছু বিশেষ তথ্য দিতে হবে যেমন প্রথমত এখানে আপনাকে Anaesthesia ক্যাটাগরি এবং ডাক্তারের নাম সিলেক্ট করতে হবে |
এরপর আপনাকে ডিসচার্জের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন ডিসচার্জ সামারি, বেড হেড টিকিট, সিগনেচার করা ব্লকিং স্লিপ এবং তার সাথে সাইডে ডাউনলোড ফিডব্যাক ফ্রম বাটান এ ক্লিক করে ফিডব্যাক ফর্মটা ডাউনলোড করে সিগনেচার করে আপলোড করতে হবে।
এই সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর এক্সট্রা যদি কোন ডকুমেন্টস থাকে যেমন ডাক্তারের অটি নোট এ্যানাস্তিশিয়া নোট, ট্রিটমেন্ট সিট, মেডিসিন চ্যাট ইত্যাদি সেই গুলো কেউ আদার্স ডকুমেন্ট সিলেক্ট করে এড করে দিতে হবে । এরপর নিচের সাবমিট বাটনে ক্লিক করলেই ডিসচার্জ সাকসেসফুল হয়ে যাবে ।
এখন অটোমেটিক ডিসচার্জ সিলিপ টা দেখবেন আপনার ডেক্সটপে ডাউনলোড হয়ে যাবে এবং আপনাকে ওটা প্রিন্ট আউট বের করে ডাক্তারের সিগনেচার করে রাখতে হবে পরবর্তীকালে আপনি যখন ক্লেইম সাবমিট করবেন তখন ওটা আপলোড করতে হবে ।
এই পোষ্টের প্রাকটিক্যাল ভিডিও নিচে দেওয়া থাকলো
আজকে আপাতত এই পোস্টে এতোটুকুই তোমাদের সাথে শেয়ার করা হল পরবর্তী পোস্টে পরের টিউটোরিয়াল থিওরি ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা ওয়েবসাইট থেকে ফলো করে রাখো ।
স্বাস্থ্য সাথী হাসপাতালে সমস্ত ট্রেনিং এর প্রাকটিক্যাল ভিডিওগুলি দেখার জন্য ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এবং যে কোন স্বাস্থ্য সাথী আপডেট পাওয়ার জন্য আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন দুটোই লিংক নিচে দেওয়া আছে ।
পরবর্তী পোস্ট খুব শীঘ্রই আপডেট করা হবে অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ফলো করে রাখুন ।
0 Comments